বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে দলের ‘কো-চেয়ারপারসন’ করা বা তাঁর জন্য অন্য কোনো পদ সৃষ্টির ব্যাপারে দলের বিভিন্ন পর্যায় থেকে দাবি উঠেছে। তবে এ নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে এখনো কোনো আলোচনা বা সিদ্ধান্ত হয়নি।
স্থায়ী কমিটির সদস্য আর এ গনি প্রথম আলোকে বলেন, কো-চেয়ারপারসন পদ সৃষ্টির বিষয়ে আলোচনা হচ্ছে। তবে এটি চূড়ান্ত কোনো বিষয় নয়। তিনি জানান, সে ক্ষেত্রে গঠনতন্ত্র সংশোধন করতে হবে। কাউন্সিলে এ-সংক্রান্ত প্রস্তাব আসবে কি না, তা বলার সময় আসেনি।
স্থায়ী কমিটির অপর সদস্য খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘এ ব্যাপারে বিভিন্ন পর্যায়ে আলোচনার কথা শুনেছি, কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি।’
কাউন্সিলের আগে তারেক রহমানকে দেশে আনার ব্যাপারে বিএনপির পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। সে উদ্যোগ সফল হয়নি। এখন ৮ ডিসেম্বর অনুষ্ঠেয় কাউন্সিল সামনে রেখে দলে তাঁর জন্য নতুন পদ সৃষ্টি করা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে।
গত ১৭ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অনুমোদিত দলের সংশোধিত গঠনতন্ত্রে কো-চেয়ারপারসন নামে কোনো পদ রাখা হয়নি বলে জানিয়েছেন স্থায়ী কমিটির একজন সদস্য। তিনি বলেন, দলের কোনো কোনো অংশ, বিশেষ করে বর্তমান প্রজন্মের নেতারা আগামী কমিটিতে তারেক রহমানকে এমন একটি পদে দেখতে চান। সেই অবস্থান থেকেই আগামী কাউন্সিলে এ ধরনের একটি পদ সৃষ্টির কথা আলোচনায় আসছে।
স্থায়ী কমিটির ওই সদস্য ও কয়েকজন কেন্দ্রীয় নেতা বলেন, এ ধরনের একটি পদ সৃষ্টির আগে নেতা-কর্মীদের মনোভাব বিবেচনায় আনতে বিষয়টি আলোচিত হচ্ছে। বিভিন্ন পর্যায়ের নেতাদের মনোভাব দেখে মনে হচ্ছে, তাঁরা এ নিয়ে আপত্তি করবেন না। তাঁরা বলেন, যুগ্ম মহাসচিব পদে থেকে ভবিষ্যতে সরাসরি বিএনপির চেয়ারপারসন পদে তারেক রহমানকে দায়িত্ব দেওয়াটা দৃষ্টিকটু। এ জন্য খালেদা জিয়ার কাছাকাছি একটি পদে তারেক রহমানকে রাখতে এ ধরনের প্রস্তাব দেওয়া হচ্ছে। এতে ভবিষ্যতে তারেক রহমানকে বিএনপির চেয়ারপারসন পদে মেনে নেওয়া সহজ হবে।
স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেন, এ ধরনের একটি প্রস্তাবের কথা শোনা যাচ্ছে। তবে স্থায়ী কমিটিতে এ নিয়ে কোনো আলোচনা হয়নি।
গতকাল নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে কয়েকজন কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, বিষয়টি আলোচনায় আসছে। কিন্তু কীভাবে বা কোত্থেকে এ ধরনের প্রস্তাব এল, তা কেউ জানে না।
বিএনপির সহযোগী সংগঠন যুবদলের কেন্দ্রীয় কমিটির এক নেতা বলেন, তারেক রহমানকে নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে রাখার বিষয়ে যুবদলের নেতারা সব সময়ই দলের জ্যেষ্ঠ নেতাদের কাছে বলে আসছেন।
বিএনপির গঠনতন্ত্র সংশোধনসংক্রান্ত খসড়া উপকমিটির আহ্বায়ক ও যুগ্ম মহাসিচব নজরুল ইসলাম খান বলেন, গঠনতন্ত্র সংশোধনসংক্রান্ত যে ৪৪টি প্রস্তাব তৃণমূল নেতারা দিয়েছিলেন, সেখানে এমন কোনো প্রস্তাব ছিল না।
অপর যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আলোচনার কথা শুনেছি, কিন্তু এ বিষয়টি আমার এখতিয়ারভুক্ত নয়।’
কয়েকটি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া তারেক রহমান জামিনে মুক্ত হয়ে বর্তমানে চিকিত্সার জন্য যুক্তরাজ্যে আছেন। অসুস্থতার কারণে তিনি আগামী কাউন্সিলে কোনো পদে থাকবেন না বলে কিছুদিন আগেও কেন্দ্রীয় নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন। তবে দলের বিভিন্ন স্তরে তারেককে নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে।
বর্তমানে তারেক রহমান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হলেও গঠনতন্ত্রে এ ধরনের কোনো পদ ছিল না। তবে পরে সংশোধনীতে এ পদটি সংযোজন করা হয়।
Thursday, 3 December 2009
কাউন্সিল সামনে রেখে আলোচনায় তারেক
Posted by Unknown at 20:46
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment